Breaking News

এবার দুয়ারে উপহার কর্মসূচি অভিষেকের,বাড়ি বাড়ি যাবে পুজোর পুজোর পোশাক

Image
 

 

শিলিগুড়ি বার্তা ব্যুরো ২৪ সেপ্টেম্বর: গত লোকসভা নির্বাচনে ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জী।গত জুন মাসে আমতলার দলীয় কার্যালয়ে বৈঠক করেন তিনি এবং সেখান থেকে তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করেন।এবার পুজোয় দুয়ারে উপহার কর্মসূচি নিয়ে হাজির অভিষেক বন্দোপাধ্যায়।তিনি  সিদ্ধান্ত নিয়েছেন তাঁর লোকসভা এলাকায় পুজোর উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।গত বছর পর্যন্ত পুজোর উপহার কর্মসূচি অনুষ্ঠিত হত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রে।সেখানে তিনি নিজে উপস্থিত থেকে পুজোর উপহার তুলে দিতেন আমজনতার হাতে।এবার পুজোর  উপহারের পরিবর্তন হয়েছে।

সাংসদ অভিষেকের নির্দেশে এবার দলের স্থানীয় নেতারা তাঁর সাংসদ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পুজোর পোশাক তুলে দেবেন আমজনতার হাতে।

সূত্রে জানা গেছে পুজোর উপহারের কাজ শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভার অধীন তৃণমূল নেতারা।২ অক্টোবর সূচনা হবে দেবীপক্ষের।তার আগে অভিষেকের উপহার আমজনতার হাতে পৌঁছে দিতে চান এলাকার তৃণমূল নেতারা।

Share With:


Leave a Comment

  

Other related news