Breaking News

কেন্দ্রের সাথে কুস্তির ফলে এ রাজ্যে অনেক যোজনা থেকে বঞ্চিত হচ্ছে ,তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার

Image
 

ঘাটাল,২০ সেপ্টেম্বর কেন্দ্রের সাথে রাজ্যের দ্বৈরথ মেটাতে হবে।রাজ্যের ঘটালে বন্যা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন কেন্দ্রের সাথে রাজ্যের কুস্তির সম্পর্ক। মুখ্যমন্ত্রী প্রতি বারেই ম্যান মেড বন্যা বলেন।গত বারও বলেছিলেন।তিনি নতুন কিছু বলছেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত বাবুর প্রশ্ন,আপনি যদি জানেন বন্যা হবে ,তাহলে গত এক বছরে কি প্রস্তুতি নিয়েছিলেন?


বন্যা পরিদর্শনে এসে এইদিন দুর্গত মানুষদের ত্রাণ বিতরণ করেন।প্লাবিত এলাকার গ্রামের মাঝে বসে তিনি মানুষদের সাথে কথা বলেন।সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন।

Share With:


Leave a Comment

  

Other related news