Breaking News

শ্রী রামচন্দ্র এবং প্রধানমন্ত্রী সম্পর্কিত কার্টুন ফ্লেক্স লাগানো হল শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে, আর তা ঘিরেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে...

Image
 

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তত রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপ বাড়ছে।একইভাবে শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকায় মাধব ভবনের কাছে তৃণমূলের ১৬ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি ফ্লেক্স লাগানো হয়। সেই ফ্লেক্সে লেখা নেই কোন প্রার্থীর নাম, কিংবা দলের প্রতীক অথবা ভোট দেবার আবেদনও। কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী এবং ভগবান রামের কার্টুনকে। আর তৃণমূলের এই পোস্টার ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

 

অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিমবাংলাদেশ বানাতে এভাবে হিন্দু সনাতন ধর্মের দেবতা রামকে নিয়ে মকারী করার চেষ্টা করছে।

 

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ভোট এলে ধর্মের নামে রাজনীতি, জাতি-জাতির মধ্যে ভেদাভেদ এসব বিজেপি করে। কার্টুন তো সবাইকে নিয়ে করা হয়, এতে অন্যায় আমরা কিছু দেখছি না।

Share With:


Leave a Comment

  

Other related news