Breaking News

 জেলে গেলেন জনার্দন, মুখ পুড়ল বিজেপির

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ১১ নভেম্বর : বিজেপির কর্নাটক নেতা দক্ষিনের খনি মাফিয়া জনার্দন রেড্ডিকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। 


বৃহস্পতিবার থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান  কর্নাটকের প্রভাবশালী বিজেপির এই  প্রাক্তন বিধায়ক। দেশ জুড়ে জল্পনা শুরু হয় নীরব মোদী, বিজয় মালিয়ার মতো জর্নাদনও কি দেশ ছাড়া হলেন? শনিবার অবশ্য অজ্ঞাত এক জায়গা থেকে ভিডিয়ো বার্তায় জানান, 'তিনি শহরেই আছেন। তিনি এমন কোনও অপরাধ করেননি যে তাঁকে দেশ ছেড়ে পালাতে হবে।"

তবে পরে জানা যায় ৪৯ বছর বয়সী জনার্দন শনিবার সন্ধ‍্যায় ক্রাইম ব্র্যাঞ্চ অফিসে পৌঁছন। তিনি দাবি করেন, সারা রাত গোয়েন্দা দপ্তরেই ছিলেন। তবে, আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ অফিসার অলোক কুমার জানিয়েছেন, "জনার্দনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এবং সাক্ষ্য রয়েছে। সেই ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে তাঁকে।" পুলিশ আরও জানিয়েছে, "লোপাট অর্থ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হবে লগ্নিকারীদের।"


এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে যে, অ্যামবিডেন্ট গ্রুপ নামে এক বেসরকারি সংস্থার পনজি স্কিমে টাকা রেখে প্রতারিত হন বহু লগ্নিকারী। প্রায় ৯৫৪ কোটি টাকার দুর্নীতি হয়। তদন্তে নেমে জানা যায়, ইসলামিক ব্যাঙ্কের নাম করে ওই টাকা তোলা হয়েছে। উচ্চ হারে সুদ-আসল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অধিকাংশ মুসলিমদের কাছে টাকা তোলা হয়। ওই সংস্থার কর্ণধার সইদ আহমেদ ফরিক দাবি করেছেন, ইডির নজরে আসার পরই ধামা চাপা দিতে ১৮ কোটি টাকা ঘুষ দেন জনার্দন রেড্ডিকে। জনার্দনের সহযোগীর মাধ্যমে ওই অর্থ দেওয়া হয়। খনি মাফিয়ার ঘনিষ্ঠ আলি খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এর আগেও অবৈধভাবে খননের অভিযোগে গ্রেপ্তার হন এই বিজেপি নেতা। সাড়ে তিন বছর জেলে থাকার পর ২০১৫ সালে ছাড়া পান। নোটবন্দির সময় মেয়ের বিয়েতে ৫০০ কোটি টাকা খরচ করে ফের শিরোনামে আসেন জনার্দন। তবে,  কর্নাটকের নির্বাচনী প্রচারে জনার্দনকে এড়িয়ে চলেছে বিজেপি। অমিত শাহ তাঁর রোড শোয়ে আমন্ত্রণ জানাননি এই প্রভাবশালী নেতাকে। নির্বাচনের পরে ‘ঘোড়া কেনাবেচায়’ জনার্দন ফের বিতর্কিত মন্তব্য করায় মুখ পোড়ে বিজেপির। এক অডিয়োতে জনার্দনকে বলতে শোনা যায়, “আমাদের সঙ্গে চলে আসুন। ১০০ গুণ ধনী বানিয়ে দেব আপনাকে।'' ক'দিন আগেই কর্ণাটকের উপনির্বাচনে পরাজয়  বিজেপিকে বেশ বেগ দিয়েছিল এরপর আবার নতুন করে জনার্দনের গ্রেপ্তার বিজেপির মুখ পোড়ালো।
 

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured