ক্ষমতা দখলের পূর্বেই গোষ্ঠী কোন্দল চরমে

কমল কুমার বিশ্বাস,বালুরঘাট, ২৬ অক্টোবর: পঞ্চায়েত নির্বাচনের পর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ছয় নং মন্ডল কমিটির বিজেপি সভাপতি বিকাশ সরকার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বিরোধী দলনেতা হবার পর বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী তার সভাপতি পদ থেকে অপসারণ ঘটিয়ে নতুন কাউকে দায়িত্বভার দেয়ার প্রক্রিয়া অসম্ভাবী হয়ে পরে।
সেই মোতাবেক বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির নেতৃত্বে জেলার কোর কমিটির মিটিংএ সর্বসম্মতি ক্রমে বর্ষীয়ান বিজেপি নেতা বীরেশ চন্দ্র সাহার ছেলে সুবীর সাহাকে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়। উল্লেখ্য সুবীর বাবু পূর্বতন মন্ডল কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
সুবীর বাবু দায়িত্বভার নেওয়ার পর থেকে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে ওঠে। তাকে অপসারণের দাবি তুলি স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির এক সদস্য জেলা কমিটি থেকে ইস্তফাও দেন বলে খবর। এরপর শুরু হয় নির্বাচিত মন্ডল সভাপতিকে অন্ধকারে রেখে কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন স্থানে মিটিং মিছিল। এমনকি এসব দলীয় কর্মসূচিতে নব নির্বাচিত মন্ডল সভাপতি ডাকও পান নি বা তার অনুমতিও নেওয়া হয়নি বলে প্রাপ্ত খবর।
আজও পুনরায় এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ দেখা গেলো কুমারগঞ্জ ব্লকের ভৌর,সাফানগর,দিওর ও রামকৃষ্ণপুর পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ডাক পাননি স্বয়ং সভাপতি বলে খবর। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে শীত ঘুমে যাওয়া বিজেপি নেতারা আজ বিজেপির মিছিলের পুরোভাগে। এবিষয়ে সভাপতি সুবীর বাবুকে ফোন করলে তিনি কোনো উত্তর না দিয়ে তিনি অসুস্থ জানিয়ে ফোন কেটে দেন। বিজেপির এই চরম গোষ্ঠী কোন্দলের ফলে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ডল কমিটিও গঠিত হয়নি বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির সাধারণ কর্মীদের বক্তব্য গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যেসব নেতারা নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছেন বা গত বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী মানস সরকারের বিরোধিতা করেছেন, তারাই আজ আবার দলের প্রথম সারিতে এসে সাধারণ কর্মীদের ভুল বুঝিয়ে দলের অভ্যন্তরে গোষ্ঠীবাজি শুরু করেছেন।
স্থানীয় মানুষের বক্তব্য ক্ষমতায় আসার পূর্বেই যে নোংরামি শুরু হয়েছে, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল চলছে তাতে বিজেপির আগামী লোকসভা নির্বাচনে ভালো ফলের আশা থাকলেও তা বুঝি অঙ্কুরেই বিনষ্ট হবে। এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান,"এমন কোনো খবর এখনো কানে আসেনি বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে এবং যদি ঘটনাটি সত্য হয় জেলা কমিটি ইন্টারনাল তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেবে।
Leave a Comment