এই পাহাড়ি গ্রামটির চারিদিক মাঝে মাঝেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে,সেই জন্যই এই গ্রামটির নামকরণ তাকদা

ভাস্কর বাগচী, দার্জিলিং :তাকদা হলো দার্জিলিং জেলার আরও একটি ছোট এবং সুন্দর পাহাড়ি গ্রাম। স্থানীয় লোকেরা অনেকেই, বিশেষ করে বয়স্ক মানুষেরা, এই জায়গাটিকে " তুকদা" বলেও ডাকে।লেপচা ভাষায় " তুকদা " মানে " মেঘ বা কুয়াশা "।এই গ্রামটির চারিদিক মাঝে মাঝেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সেই জন্যই এই গ্রামটির নামকরণ তাকদা।
তাকদা গ্রামটি দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কি মি দূরে।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪১২৪ ফুট উচ্চতায় এই ছোট, শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে দু বা তিনদিন প্রকৃতির কোলে বসে কাটিয়ে দেওয়া যায়। ছবির মতো সাজানো নিরিবিল-নিঝুম ছোট্ট এই জনপদে মুঠোয় ধরা যায় কুয়াশা। তাকদা রঙিন অর্কিডের স্বর্গরাজ্য। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হল অর্কিড হাউস বা Takdah Orchid Centre । এখানে অনেক দুর্লভ অর্কিডের সন্ধান মিলবে যা অন্য কোথাও হয়তো দেখতে পাওয়া যায় না।
গোটা গ্রাম ঘিরে ব্রিটিশ আমলের অনেকগুলি চা বাগান। সারি দিয়ে যেন সাজানো পাইন গাছের সারি। এককথায় উত্তরবঙ্গের এই এলাকার শোভা অনবদ্য। চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, পাখিদের অবিরত মিষ্টি কুজন শুনতে শুনতে এবং মিষ্টি রোদে হোম স্টে বা রিসর্টের লনে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। ইংরেজি ভাষায় বললে লিখতে হয় - This hamlet is a perfect holiday destination to relax and rejuvenate and also to enjoy the pristine beauty of nature, it's scenic views of tea gardens, blooming orchids & musical sound of bird's chirping.
তাকদার আর একটি গৌরবময় ইতিহাস আছে। ব্রিটিশরা তাদের রাজত্বকালে তাকদায় নিজেদের ক্যান্টনমেন্ট গড়ে তুলেছিল। সেটি ১৯১১ সালের আশপাশে। ক্যান্টনমেন্টের সঙ্গে সঙ্গে ব্রিটিশরা তাকদায় বেশ কয়েকটি চা বাগান এবং অনেকগুলি বাংলো গড়ে তুলেছিল। স্বাধীনতার পর ব্রিটিশ্ররা চলে যাওয়ার পরে এই বাংলোগুলোতে ধীরে ধীরে গভর্নমেন্ট অফিস, স্কুল, হাসপাতাল, মনেস্ট্রি ইত্যাদি গড়ে ওঠে। ব্রিটিশ আমলের বেশ কিছু বাংলো প্যাটার্নের বাড়িতেই এখন গড়ে উঠেছে অনেকগুলি হোমস্টে। যে ব্যাপারটি খুব ভালো লাগে তা হলো এই অতি পুরনো বাংলোগুলিকে আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন করলেও পুরনো হেরিটেজ রূপটিকে ধরে রাখা হয়েছে। চারিদিকে সবুজঘেরা পাহাড়ের মাঝে ব্রিটিশ আমলের এই বাংলোগুলিতে দু একদিন কাটাতে পারলে এক অদ্ভুত এবং অনাস্বাদিত অনুভূতিতে মন ভরে উঠবে।
তাকদা থেকে খানিকটা দূরেই রয়েছে কয়েকটি পর্যটন কেন্দ্র, যেমন Tinchule, Gamba Dara Tea Estate, Lamahatta Eco Park, Peshok Tea Estate, Triveni Teesta & Rangit River
তাকদায় হোমস্টে বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9064777060
Leave a Comment