Breaking News

পাহাড় ঘুরতে ভালোবাসেন? তাহলে ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং

Image
 

 

ভাস্কর বাগচী, দার্জিলিং : সিটং হলো দার্জিলিংয়ের কাছের এক ছোট পাহাড়ি গ্রাম।যা কমলালেবু চাষের জন্য বিখ্যাত। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র দুই ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সিটং এ।  নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিসার্ভ করে সিটং এ যাওয়া যায়।সিটং থেকে কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে এবং পরিষ্কার দেখা যায়। তবে পাহাড়ে মেঘ ও কুয়াশার মধ্যে ঘুরে বেড়ানোরও একটা আলাদা মজা আছে!  সাথে উপড়ি পাওনা পাহাড়ের বেশকিছু হোমস্টেতে নিজস্ব ক্ষেতের অর্গানিক সব শাক সবজি চাষ হয় যা এক কথায় অসাধারণ।  
আসে পাশে ঘোরার জন্য গাড়ি কিন্তু রিসার্ভ করেই নিয়ে যেতে হয়।সিটং এর দর্শনীয় জায়গা গুলো হলো ওরেঞ্জ গার্ডেন,অহলদারা,  নামথিং পোখরি, সিঙ্কোনা গাছের বাগান, যোগীঘাট, লঙ্গ পেলিং গুম্বা মনাস্ট্রি ইত্যাদি। কাছাকাছি মংপুও ঘুরে আসা যায় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহ শালা আছে। 
সিটং থেকে আসেপাশে ঘুরে আসা যায় লেপচা জগৎ, লামহাটা, তিনচুলে, তাকদাহ সহ আরো অনেক জায়গা। 


সিটং এ অনেক হোম স্টে আছে থাকার জন্য, এর মধ্যে    সিটং - ৩ আর আপার সিটং হলো থাকার মধ্যে সেরা জায়গা। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দারুন ভিউ পাওয়া যায়। 

Orange Valley Homestay তে থাকতে পারেন থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। ফোন নম্বর - 9064777060। এদের ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া খুবই ভালো।

Share With:


Leave a Comment

  

Other related news