পুকুরের কাছে একা পেয়ে বধূকে ধর্ষণ,দোষীকে ১০ বছর কারাদণ্ড দিল আদালত

বাঁকুড়া,২৭ সেপ্টেম্বর:পুকুরে একা পেয়ে বধূকে ধর্ষণ।ঘটনাটি ঘটে ২০২২ সালে বাঁকুড়ার মেজিয়া গ্রামে।দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিল বাঁকুড়া জেলা আদালত।সাজাপ্রাপ্ত আসামীর নাম বিনোদ বাউরি।বিনোদ মেজিয়ার জোড়সা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে ২০২২ সালের মার্চ মাসে মেজিয়া থানা এলাকায় এক গৃহবধূ পুকুরে শামুক কুড়োতে গেলে সেখানে তাকে একা পেয়ে ধর্ষণ করে বিনোদ বাউরী বলে অভিযোগ।এরপর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।সেই মামলাতেই অভিযুক্ত বিনোদ বাউরীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।
Leave a Comment