Breaking News

নন্দীগ্রামে শুরু হলো প্রথম মাশরুম চাষ 

Image
 

পূর্ব বর্ধমান, ১৩ সেপ্টেম্বর : আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লক শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে এলাকায় প্রথম মাশরুম চাষ করেন এক চাষী।

এদিন তার বাড়িতে তিনি নিজের হাতে মাশ‍রুম লাগান। তিনি জানান, এই মাশরুম চাষের উদ্দেশ্য হলো বেকার সমস্যা সমাধান করা ও কিছু মানুষকে রোজকারের পথ দেখানো। তিনি এও জানান যে, এই চাষের ফলে বহু  মানুষ উপকৃত হবে।

প্রতিবেদনে রাহুল রায়।

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured