ঘরে তালা দিতে ভুলে যাওয়ায় স্কুলকে সাজা

নিজস্ব সংবাদদাতা, কালনা , ১৪ই সেপ্টেম্বর: মাদ্রাসার ছুটি হয়ে যাওয়ার পর কম্পিউটার ঘরে তালা দিতে ভুলে যাওয়ায় মাদ্রাসাকে সাজা দিল পুলিশ। মাদ্রাসার তালার উপর তালা দিয়ে সময়ে মাদ্রাসা খুলতে না দেওয়া, প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে তাঁকে চাবি না দেওয়া। ছাত্র-ছাত্রী, শিক্ষক থেকে শিক্ষাকর্মীদের মাদ্রাসার বাইরে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করানো। কোনটাই বাদ যায়নি। এইরকমই ভয়ানক অভিযোগ করেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটে নাদনঘাট থানার অন্তর্গত বগপুর গ্রাম পঞ্চায়েতের সিংহজুলি হাই মাদ্রাসায়। এই মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম রসূল সিদ্দিক জানান, "বুধবার মাদ্রাসা ছুটির পর সমস্ত জায়গায় তালা মারা হলেও অনিচ্ছাকৃত ভুলবশত সংশ্লিষ্ট শিক্ষাকর্মী কম্পিউটার ঘরে তালা দেয়নি।"এই ভুলের জন্য মাদ্রাসাকে সাজা দিতে কম্পিউটার ঘরের সাথে গোটা মাদ্রাসাতেই তালা দিয়ে দেয় নাদনঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটা থেকেই ছাত্র-ছাত্রীরা এসে বাইরে দাঁড়িয়ে থাকে। মাদ্রাসায় এসে বিষয়টি জানার পর আমি থানায় ছুটে যাই। কিন্তু ঘন্টা দেড়েক আমাকে থানায় বসিয়ে রাখা হলেও চাবি দেওয়া হয়নি। খালি হাতে মাদ্রাসায় ফিরে আসায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মাদ্রাসার বাইরে সকলে অবস্থান বিক্ষোভ শুরু করে। আমি বিষয়টি অবগত করার জন্য জয়েন্ট বিডিও ফোন করি। বেলা সাড়ে বারোটার পর থানা একজন সিভিক ভলেনটিয়ারকে দিয়ে চাবি পাঠিয়ে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়। আমি এব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো। নাদনঘাট থানার এক অফিসার জানান, " সিভিকরা মাদ্রাসায় রাত পাহারা দিতে গিয়ে কম্পিউটার রুমের ঘরের তালা খোলা দেখে। থানায় ফোন করলে সিভিকদের নির্দ্দেশ দেওয়া হয় রাতে একটা তালা লাগিয়ে দিতে। সকালে যেন খুলে দেওয়া হয়।
আলেক শেখ, কালনা
Leave a Comment