Breaking News

আর ডাক্তার থাকবেন না ,বাতিল হওয়ার মুখে সন্দীপের রেজিস্ট্রেশন

Image
 

কলকাতা,১৯ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতালের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনায় এবং দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ।এরফলে বাতিল হতে পারে তার রেজিস্ট্রেশন।আর ডাক্তার থাকবেন না বলেই সূত্রের খবর।

আর জি কর ঘটনার পর IMA সন্দীপের সদস্য পদ বাতিল করেছিল। ঘটনার পর তাকে সাসপেন্ড করা হয়।IMA সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও রাজ্য মেডিক্যাল কাউন্সিল তার বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিচ্ছিল না।সিবি আই গ্রেপ্তারের আগে শুধু তাকে শোকজ করা হয়েছিল।কিন্তু এতদিনে কোনও উত্তর দেয়নি সন্দীপ।অবশেষে তার রেজিস্ট্রেশন বাতিলের মুখে।বুধবার বৈঠকে বসেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল সেই বৈঠকেই সন্দীপের ডাক্তারি  রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখন শুধু  আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষা।।

Share With:


Leave a Comment

  

Other related news