আদিবাসী তরুণ - তরুণী দের অনুপ্রেরণার আর এক নাম ঋতিকা
ঝাড়খণ্ড,২০ সেপ্টেম্বর:ভারতের প্রথম আদিবাসী মহিলা হিসেবে বন্দে ভারত ট্রেন চালিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সের ঋতিকা তির্কি।২০১৯ সালে ভারত বর্ষে প্রথম বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হয়।ভারতীয় রেলের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায় বন্দে ভারত ট্রেন।নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্টের ছয়লাপ লক্ষ্য করা যায়।যেখানে এখনও মানুষ বন্দে ভারতের ছবি পোষ্ট করতে ব্যস্ত।ভারতের বেশকিছু আদিবাসী গ্রামে বন্দে ভারত ট্রেন সম্পর্কে কোনও ধারণা তাদের নেই এবং তারা অবগতও নন।সেখানে বন্দে ভারত চালানো বা লোকো পাইলট হিসেবে প্রতিনিধিত্ব করছেন ঝাড়খন্ডের গুমলা জেলার এই আদিবাসী পরিবারের মেয়ে ঋতিকা।
ইতিমধ্যে ঋতিকার বন্দে ভারত ট্রেন চালানোর ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।রীতিকার জন্য গর্বিত দেশের সমস্ত আদিবাসী সম্প্রদায়।
Leave a Comment