সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে তিনি জানান তদন্তে তিনি সবরকম সাহায্য করবেন

কলকাতা,২০ সেপ্টেম্বর:আরজি কর কান্ডে সিবিআই তলব মীনাক্ষীর ।সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে তিনি জানান তদন্তে তিনি সবরকম সাহায্য করবেন।তিনি বলেন যে তিনি চান দোষীরা শাস্তি পাক , অভয়া যেন বিচার পায়।
প্রসঙ্গত ৯ আগষ্ট আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিত্সকের দেহ উদ্ধার হয় । ১৪ আগষ্ট রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কলকাতায়।সারা শহর জুড়ে চলে মিছিল। প্রতিবাদীরা শহরের বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করতে থাকে।আরজি কর হাসপাতালের সামনেও প্রচুর ভিড় হয়।নানা জায়গায় চলে রাত দখল ,মিছিল।সেদিন মীনাক্ষীর নেতৃত্বে ঘটনাস্থলে বামেরাও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল।
রাত দখল ,অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আচমকা একদল দুষ্কৃতী এসে হামলা চালায় আর জি করে।তছনছ করা হয় বহু নথি।ভাঙচুর করা হয় হাসপাতাল।
Leave a Comment