Breaking News

গরমে বেঁকে গেল রেললাইন! ট্রেন চলাচলে বিঘ্ন দক্ষিণে...

Image
 

রেললাইন পরীক্ষা করতে গিয়ে চক্ষু চরক গাছ রেল কর্মীদের। রেললাইন পরীক্ষা করতে গিয়ে রেলের কর্মীরা দেখেন তীব্র গরমে রেললাইন বেঁকে গিয়েছে। অন্যদিকে ওই লাইন ধরে তীব্র বেগে ছুটে আসছে লোকাল ট্রেন। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা তার আগে লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান কর্মীরা।

 

মঙ্গলবার দুপুরে এভাবেই অল্পের জন্য রক্ষা পেল আপ ডাইমন্ডহারবার-শিয়ালদহ লোকাল। এদিন প্রচন্ড গরমে সোনারপুর ও সুভাষগ্রাম এর মাঝে প্রায় দুই মিটারের মতো রেললাইন বেঁকে যায় । রেল কর্মীরা ট্র্যাক পরিদর্শন করার সময় তারা দেখতে পান সেই লাইনের দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামান কর্মীরা। ঘটনার জেরে প্রায় ঘন্টাখানেক ডায়মন্ড হারবার এবং নামখানা লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে। তড়িঘড়ি ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরা ট্র্যাক পরিদর্শন করতে আসেন। কিছুক্ষণ বাদেই লাইন মেরামত করে দেওয়ার পর ফের শুরু হয় ট্রেন চলাচল।

 

পূর্ব রেল সূত্রে খবর, এদিন ১২:১০ থেকে ০১:১০ পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল। যদিও এর জেরে কোন লোকাল ট্রেন বাতিল করতে হয়নি। ক্যানিং শাখাতেও প্রভাব পড়েনি খুব একটা। তবে তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে কালঘাম ছোটে নিত্যযাত্রীদের।

Share With:


Leave a Comment

  

Other related news