Breaking News

আরজি কর কাণ্ড, মীনাক্ষীকে কেন ডাকল সিবিআই?কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ ?

Image
 

কলকাতা,২০ সেপ্টেম্বর : আরজি করের ঘটনায় কেটে গেছে প্রায় এক মাস এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনায় প্রথমে তদন্ত করে রাজ্য পুলিশ এবং গ্রেফতার করে সঞ্জয় কে।সকলের মনে প্রশ্ন ওঠে সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো একার পক্ষে সম্ভব না।

ঘটনার পাঁচ দিন পর আরজি কর খুন ও ধর্ষণ  তদন্তের দায়িত্ব নেয় সিবিআই।এবার তদন্তে সিবিআই অফিসে ডাক পড়ল সিপিআই এম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ।জানা গেছে এর আগেও তাকে তলব করেছিল সিবি আই কিন্তু রাজনৈতিক কর্মসূচির কারণে তিনি হাজিরা দিতে পারেন নি।তবে আজ সিবিআই দফতরে হাজিরা দিতে গেলেন মীনাক্ষী।

জানা গেছে গত ১৪ আগষ্ট প্রতিবাদ জমায়েত চলাকালীন আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা হামলা চালায়।এই বিষয়ে কথা বলার জন্যই মীনাক্ষীকে তলব করা হয়েছে বলেই জানা গেছে।

প্রসঙ্গত ৯ আগষ্ট আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিত্সকের দেহ উদ্ধার হয় । ১৪ আগষ্ট রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কলকাতায়।সারা শহর জুড়ে চলে মিছিল। প্রতিবাদীরা  শহরের বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করতে থাকে।আরজি কর হাসপাতালের সামনেও প্রচুর ভিড় হয়।নানা জায়গায় চলে রাত দখল ,মিছিল।সেদিন মীনাক্ষীর নেতৃত্বে ঘটনাস্থলে বামেরাও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল।

রাত দখল ,অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আচমকা একদল দুষ্কৃতী এসে হামলা চালায় আর জি করে।তছনছ করা হয় বহু নথি।ভাঙচুর করা হয় হাসপাতাল।ওই রাতে কি হয়েছিল সেই বিষয়ে জানতেই আজ তলব করা হয় মীনাক্ষীকে।

Share With:


Leave a Comment

  

Other related news