বেহালা ফ্লাইং ক্লাবে আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের!

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, অভিষেকের কপ্টারে তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ উঠল।
কাল তমলুকে অভিষেকের কর্মিসভা, আজ কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশির অভিযোগ। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, এমনটাই দাবি তৃণমূলের। আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের, অভিযোগ তৃণমূলের।
তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, অভিষেকের কপ্টারে তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা, দাবি এমনটাই। প্রত্যেকের ব্যাগে তল্লাশি চালান আয়কর অফিসাররা, দাবি রাজ্যের শাসক দলের। তবে তল্লাশিতে কিছুই পাননি আয়কর আধিকারিকরা। পাশাপাশি তাঁরা এও বলেছে, তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি।
এদিকে, চপার ও নিরাপত্তারক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘এনআইএ-র ডিজি, এসপি-কে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমার চপার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে আয়কর দফতরকে লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি। যদিও কিছুই পাওয়া যায়নি। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করে নিক। কিন্তু বাংলার মানুষের প্রতিরোধকে নড়ানো যাবে না’। এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Leave a Comment