Breaking News

বাকি রইল ডায়মন্ড হারবার! আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা, লড়ছেন অহলুওয়ালিয়া

Image
 

দার্জিলিং থেকে অহলুওয়ালিয়া জিতেছিলেন বিজেপির টিকিটে। তারপর জয় পান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এবার তিনি আসানসোলের প্রার্থী।

 

বাকি রইল ডায়মন্ড হারবার। ভোটের ১ মাস ৩ দিন আগে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। শেষমেষ আসানসোলে এসএস অহলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি। 

 

আজ ইস্তক দশ ধাপে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দশম তালিকায় আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হল। এখনও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। 

 

২০১৯ সালে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। তিনি ওই অঞ্চলের ভূমিপুত্র এবং এলাকার জামাই। সেবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এই পরিচয় নিয়েই ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। একদম শেষ মুহূর্তে টিকিট পেলেও দার্জিলিং ছেড়ে নতুন কেন্দ্রে জয় পান তিনি। যদিও ২০২৩ সালে বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার বিরুদ্ধে বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়ে তাঁরই নির্বাচনী এলাকা দুর্গাপুরে। এবার সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। সেখানে গিয়ে তাঁকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, দুর্গাপুরে MAMC খোলার বিষয়ে কেন সরব হননি অহলুওয়ালিয়া। তাছাড়াও সেখানে পোস্টার পড়ে, ‘বহিরাগত এমপি চাই না। ঘরের ছেলে সাংসদ হোক।’ এবার হয়ত সেই কারণেই অহলুওয়ালিয়াকে আসানসোলে সরানো হল বলে মনে করছে রাজনৈতিক মহল। 

 

এর আগে ২০১৪ সালে সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া ভোটে লড়েছিলেন দার্জিলিং থেকে।

Share With:


Leave a Comment

  

Other related news