Breaking News

বলিউডের কিং খান উদ্বোধন করবে হকি বিশ্বকাপ

Image
 

শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক, ১০ অক্টোবর: আগামী ২৭শে নভেম্বর ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে ছেলেদের বিশ্বকাপ শুরু হতে চলেছে। 


দেশের মাটিতে হকি বিশ্বকাপের মেগা টুর্নামেন্টের ওপেনিংএ হাজির থাকবেন বলিউড কিং শাহরুখ খান। তিনি কোচ কবীর খানের ভূমিকায় "চাক দে ইন্ডিয়া" সিনেমায় মন জয় করেছে সমস্ত দর্শকের। 


উদ্বোধনে শাহরুখ খানের উপস্থিতির কথা জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী টুইটে জানান, "ভারতীয় হকির সমর্থনে মাঠে এসে দলকে সমর্থনের সাড়া দিয়েছেন কিং খান। সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ"

Share With:


Leave a Comment

  

Other related news