Breaking News

আগুন পেস আকাশদ্বীপের ,শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

Image
 

ভারত এবং বাংলাদেশ এর বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বেকায়দায় পড়েছে বাংলাদেশ এর ব্যাটসম্যানরা।এদিক তারা ২২ রান করে ৩ উইকেট হারায়।দলে সুযোগ পেয়েই ভালো ভাবে কাজে লাগিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে বাংলার পেস বোলার আকাশদ্বীপ।তিনি এদিন জোড়া উইকেট দখল করেন। বুমরার ঝুলিতে একটি উইকেট।দ্বিতীয় দিনের ইনিংসে লাঞ্চ বিরতি চলছে।ভারত ৩৭৬ রানে ইনিংস শেষ করেছে।ভারতীয় বোলারদের দাপটে ইতিমধ্যে বাংলাদেশ এর টপ অর্ডার ভেঙে পড়েছে।

Share With:


Leave a Comment

  

Other related news