শিলিগুড়ি কলেজে সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক নারী দিবস

শিলিগুড়ি কলেজে সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক নারী দিবস, আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান ও ফুড ফেস্ট
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। ব্যতিক্রম নয় শিলিগুড়ি মহাবিদ্যালয়ও। প্রতিষ্ঠানের ৭৫ তম বর্ষকে সামনে রেখে, চলতি বছর শিলিগুড়ি কলেজ ৮ মার্চ - আন্তর্জাতিক নারী দিবসকে এক অন্যরূপ, এক অন্য স্পর্ধার দিশারী হিসেবে তুলে ধরল।
সেন্টার ফর ওমেন্স স্টাডিজের তত্ত্বাবধানে ও শিলিগুড়ি কলেজ এনএসএসের পৌরহিত্যে এদিন কলেজ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে ফুড ফেস্টের আয়োজন করা হয়। এদিনের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ, শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রোফেসর ডঃ বিদ্যাবতি আগরওয়াল, সেন্টার ফর ওমেন্স স্টাডিজের কো-অর্ডিনেটর ডঃ ডালিয়া রায়, আইকিউএসি'য়ের কনভেনর তথা রসায়ন বিভাগের পক্ষে ডঃ ঝিনুক দাশগুপ্ত, সমাজবিজ্ঞান বিভাগের পক্ষে অমল রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডঃ উর্বী মুখোপাধ্যায় সহ শিলিগুড়ি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ৩ নং বোরো কমিটির চেয়ারপার্সন মিলি শীল সিনহা এদিন উপস্থিত থেকে ফুড ফেস্টের শুভ উদ্বোধন করেন। যেখানে বেলা ১টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আগত সকল দর্শকদের জন্য বিভিন্ন ফুড স্টল খোলা রাখা হয়। যেখানে মোট ৪২টি স্টলে বিভিন্ন ধরনের স্বল্প বিনিময় মূল্যের রকমারি খাবারের পাশাপাশি হস্তশিল্পের ব্যবসায়িক প্রদর্শনের আয়োজন করা হয়। আর এই সবটাই ছাত্রীদের দ্বারা পরিচালিত। যা গোটা আয়োজনকে এক অন্য মাত্রা প্রদান করে।
Leave a Comment