Breaking News

এবার কাউন্সিলরদের কাছে হোয়াটসঅ্যাপে টাকা চাইছে গৌতম দেব! মেয়রের নাম করে টাকা চাইছে প্রতারক, পুলিশের দ্বারস্থ মেয়র

Image
 

শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের নাম করে একাধিক কাউন্সিলরের কাছে টাকা চাইছে প্রতারকেরা। একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গৌতম দেবের ছবি ব্যবহার করে ম্যাসেজের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।

কংগ্রেস, সিপিআইএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের কাছে টাকা চেয়ে ম্যাসেজ পাঠানো হচ্ছে। আজ অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের বোর্ড সভায় এ নিয়ে বিস্তারিত জানান বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া। তিনি বলেন আজ সকালে আমার মোবাইলেও ম্যাসেজ আসে, প্রতারকেরা মেয়র গৌতম দেবের নাম করে টাকা চাইছে। একই অভিযোগ জানান তৃণমূল কাউন্সিলর সঞ্জয় শর্মা।

মেয়র গৌতম দেব বলেন, কংগ্রেস কাউন্সিলরের কাছেও টাকা চাওয়া হয়েছে। আমার ছবি ব্যবহার হচ্ছে। ওই নির্দিষ্ট নম্বর সাইবার ক্রাইমে জানানোর পাশাপাশি এ বিষয় নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছেন মেয়র গৌতম দেব।

Share With:


Leave a Comment

  

Other related news