শিলিগুড়ি মেয়র কাপ মহিলা ফুটবলে টুর্নামেন্টে জয়ী উজ্জ্বল সঙ্ঘ
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরনিগম আয়োজিত মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলোয়াড়ি নৈপুণ্য দেখিয়ে উজ্জ্বল সঙ্ঘ ৩–০ গোলে পরাজিত করল দাগাপুর মর্নিং ক্লাব-কে। এই জয়ের ফলে তারা শিলিগুড়ি মেয়র কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করল। চ্যাম্পিয়ন দলের হয়ে গোল করেন নীলু তির্কি, প্রমীলা দাস এবং মুনমুন রায়। পুরো ম্যাচ জুড়ে তাদের আগ্রাসী খেলায় প্রতিপক্ষ রীতিমতো চাপে পড়ে যায়। দলের হয়ে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মমতা রায়। ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় তরুণতীর্থ ক্লাব, যাদের খেলার প্রতি দায়বদ্ধতা এবং ক্রীড়াসুলভ মনোভাব সকলের প্রশংসা কুড়োয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, “মেয়র কাপ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি এক সামাজিক বার্তা বহন করে—মেয়েরা আজ আর পিছিয়ে নেই। খেলার মাঠেও তারা সাহস, দক্ষতা আর নেতৃত্বে সমানভাবে উজ্জ্বল। শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। পুরনিগম সবসময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে এবং ভবিষ্যতে মেয়েদের খেলাধুলার আরও সুযোগ সৃষ্টি করা হবে।”
এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর বাসুদেব ঘোষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মদন ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা অংশগ্রহণকারী প্রত্যেকটি দল ও খেলোয়াড়কে অভিনন্দন জানান এবং বলেন, এই ধরনের প্রতিযোগিতা শুধু ক্রীড়া প্রতিভার বিকাশ নয়, বরং সমাজে নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করে চলেছে। শিলিগুড়ি মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা যে শহরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করছে, তা একবারে স্পষ্ট—এই আয়োজন বারবার ফিরিয়ে আনে ফুটবলপ্রেমীদের ভালোবাসা ও উৎসাহ।
Leave a Comment