বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবার সুযোগ দিতে এবার উদ্যোগি স্বাস্থ্যসাথী প্রকল্প

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ১২ সেপ্টেম্বর: স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে রাজ্যের সরকারী ও সরকারী সাহায্যপ্রাপ্ত সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক, গ্রন্থাগারিক ও জুনিয়র ল্যাবরেটরি সহায়কদের। জানা গেছে যে,
এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে, এই প্রকল্পে শিক্ষাকর্মী ছাড়াও তার পরিবারের নির্ভরশীল সদস্যদের স্বাস্থ্য পরিষেবার সুযোগ বিনা ব্যয়ে পেতে অর্থ দপ্তরের পোর্টালে আবেদন করতে হবে।
গত বছরের ৭ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
Leave a Comment