Breaking News

প্রধান মন্ত্রী উজ্জলা যোজনা থেকে রান্নার গ্যাস বিতরণ করা হল

Image
 

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর : আজ শিলিগুড়ির একটিয়াশাল ইস্টার্ন বাইপাস রোডে পার্ট নং ২১ বুথে প্রধান মন্ত্রী উজ্জলা যোজনা থেকে রান্নার গ্যাস বিতরণ করা হল।

এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ডাবগ্রাম মণ্ডল যুব মোর্চার সহ সভাপতি দিলিপ রায়। যারা এদিন এই প্রকল্পে গ‍্যাস পেয়েছেন তারা প্রত‍্যেককেই ভীষণ খুশি তা জানিয়েছেন।

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured