Breaking News

আরজি করের ঘটনার মাঝেই ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে রোগীর স্বামীর বিরুদ্ধে নার্সকে রড হাতে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল, ব্যাপক চাঞ্চল্য

Image
 

আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ ও রাজ্য। আরজি করের ঘটনার মাঝেই ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে রোগীর স্বামীর বিরুদ্ধে নার্সকে রড হাতে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে ভোজনারায়ণ চা বাগানের বাসিন্দা পরেশ কাছুয়ার স্ত্রীকে প্রসব যন্ত্রণায় ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এরপর স্ত্রীর যন্ত্রনা দেখে স্বামী বারবার নার্সকে গিয়ে বলেন দেখে আসতে। সেই সময় নার্স দেখে আসেন এবং ওই ব্যক্তিকে বলেন দেখে এসেছি একটু যন্ত্রণা হবেই। এরপরেই ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং রড দিয়ে নার্সকে মারতে তেরে যান। সেই সময় হাসপাতালের গার্ড ওই ব্যক্তিকে আটকে দেন। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত নার্স। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও ওই নার্স জানিয়েছেন প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। সেই সময় ঐ ব্যক্তি এসে তার স্ত্রীর যন্ত্রণার কথা বলেন এবং সেই সময় একবার দেখে এসেছি। এরপর যখন আবার দেখতে যাই ঠিক তখনই ওই ব্যক্তি রড নিয়ে আমার উপর চড়াও হন, যদি হাসপাতালে গার্ড দাদারা না থাকতো তাহলে হয়তো আমাকে রড দিয়ে মেরে দিত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অপরদিকে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শাহিনুর ইসলাম বলেন একটি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে আমরা যারা চিকিৎসক থেকে নার্স রয়েছি নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি এরপরেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে আর কিছু বলার নেই।

Share With:


Leave a Comment

  

Other related news