Breaking News

শিলিগুড়ি কমার্স কলেজে ৬৪ বছরের ঐতিহ্যের জাঁকজমক উদযাপন

Image
 

ভাস্কর চক্রবর্তী  
শিলিগুড়ি, ১৩ নভেম্বর, ২০২৫  

শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয় বুধবার উদযাপন করল তাদের ৬৪তম প্রতিষ্ঠা দিবস, এক ঐতিহ্যবাহী ও উৎসবমুখর আবহে। সকাল থেকে রাত পর্যন্ত কলেজ প্রাঙ্গণ ভরে ওঠে আনন্দ, সংস্কৃতি ও ঐক্যের সুরে।  সকালে ৮টা ৩০ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের গর্ভানিং বডির সভাপতি অরুণ কুমার সরকার ও অধ্যক্ষ ড. রঞ্জন সরকার যৌথভাবে কলেজের পতাকা উত্তোলন করেন। দেশাত্মবোধক গানের সঙ্গে উপস্থিত শিক্ষক, কর্মী ও ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।  পতাকা উত্তোলনের পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রী ও শিক্ষকেরা একসঙ্গে পরিবেশন করেন নাচ, গান, আবৃত্তি ও নাটিকা। দেশপ্রেম, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো পরিবেশনাগুলি দর্শকদের মুগ্ধ করে।  

সভায় অধ্যক্ষ ড. রঞ্জন সরকার বলেন, “প্রতিষ্ঠা দিবস শুধু উৎসব নয়, এটি আমাদের ৬৪ বছরের ঐতিহ্য, একতা ও শিক্ষার প্রতীক। উত্তরবঙ্গের বাণিজ্য শিক্ষায় শিলিগুড়ি কলেজ অফ কমার্স একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে।” তিনি কলেজের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।  
সভাপতি অরুণ কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “কলেজের সাফল্যের পিছনে রয়েছে একসঙ্গে কাজ করার মানসিকতা। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।”  

দিনভর চলা উদযাপনে উপস্থিত ছিলেন প্রাক্তনী, অধ্যাপক, শিক্ষার্থী ও প্রশাসনিক সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভাও। আনন্দ, সংগীত ও হাসির সুরে রঙিন হয়ে ওঠে কলেজ চত্বর। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সবাই একসঙ্গে শপথ নেন, ঐতিহ্যকে সম্মান জানিয়ে শিলিগুড়ি কমার্স কলেজ আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।
 

Share With:


Leave a Comment

  

Other related news