শম্পা সাহাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অভিনব উদ্দ্যোগ নিল যুব জ্যোতি সংঘ

ভাস্কর বাগচী,শিলিগুড়ি ১২ সেপ্টেম্বর : ২৬ বছর বয়সী শম্পা সাহার দুটি কিডনিই বিকল। তাকে বাঁচাতে চাই প্রচুর টাকা। বিভিন্ন জায়গা থেকে কিছু আর্থিক সাহায্য আসলেও চিকিৎসার খরচ মেটাতে প্রয়োজন আরো টাকা।
কিন্তু প্রথম থেকেই শম্পার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সূর্য সেন কলোনি ওয়ার্ড নম্বর ৩৪ ব্লক বি'র যুব জ্যোতি সংঘ ক্লাবের সদস্যরা ।এই ক্লাবের সৌভিক বসাক ,প্রসেনজিৎ ঠাকুর,দোলন পাল সহ ক্লাবের সকল সদস্য নিজেদের থেকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি শম্পাকে সাহায্য করার জন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেন।
শম্পাকে বাঁচাতে তারা আয়োজন করলেন এক "লাকি গিফট কুপনের" ।তারা শিলিগুড়ির প্রতিটি জনগণকে এই গিফট কুপন কেনার জন্য অনুরোধ জানিয়েছেন।এই কুপন থেকে প্রাপ্ত টাকা তারা শম্পার পরিবারের হাতে তুলে দেবেন যাতে শম্পা তার জীবন ফিরে পায়। এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন পাড়া -প্রতিবেশী থেকে বুদ্ধিজীবী মহল।
ক্লাবের নাম : যুব জ্যোতি সংঘ। ফোন নম্বর 8250677193
8918871745
Leave a Comment