বাংলাদেশী গরু পাচারকারীকে ধরতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ!

প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু। যার ফলে অতিষ্ঠ এলাকাবাসী। গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের রাবভিটা গ্রামে এদিন রাতে পাঁচ জন বাংলাদেশী গরু পাচারকারী গ্রামে ঢুকে গরু চুরি করার উদ্দেশ্যে। এরপরে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশী গরু পাচারকারী যুবক। সেই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। দীর্ঘ দুঘণ্টা ধরে পুলিশ প্রশাসনের সাথে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। কোনমতেই সেই বাংলাদেশী যুবককে নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা। জানা যায়, বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কয়েকজন গরু পাচারকারী বাংলাদেশীদের নিয়ে এসে গরু পাচার করে নিয়ে বাংলাদেশে পাচার করছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বেশ কয়েকজন পাচারকারী যুবকের নাম বলেছেন। এই বাংলাদেশী গরু পাচারকারী যুবক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পরবর্তীতে পুলিশের লিখিত নিয়ে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তাকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত বাংলাদেশি যুবকের নাম হাসিবুল(২৮), বাংলাবান্দা বাংলাদেশের বাসিন্দা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে প্রশ্ন উঠছে সীমান্ত এলাকায় কাঁটাতার থাকা সত্বেও বিএসএফের নজর এড়িয়ে কিভাবে বাংলাদেশীরা ভারতে প্রবেশ করছে। এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Leave a Comment