শিলিগুড়িতে ৩০ খানা চুরির টায়ার সমেত ধৃত ৪ দুষ্কৃতী

শিলিগুড়ি:শিলিগুড়িতে ধরা পড়ল টায়ার চোর।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায়। এদিন ভক্তিনগর থানা এলাকার প্রণামী মন্দির সংলগ্ন একটি গোডাউন থেকে ৩০টি টায়ার চুরি কান্ডে চারজন দুস্কৃতির সহ ২৮টি টায়ার উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ তালুকদার,আমিরুল ইসলাম,রাহুল শিকদার ও আব্দুল নজরুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ তারিখ প্রণামী মন্দির রোডের এক টায়ারের গোডাউনের মালিক গোডাউন খুলতে এসে দেখেন,গোডাউনের দরজা ভাঙ্গা রয়েছে।ভেতরে ঢুকে দেখেন ৩০টি টায়ার উধাও।এরপর ভক্তিনগর থানায় ঐ ব্যক্তি চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই চারজন দুষ্কৃতিকে ভক্তিনগর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে রবিবার রাতে গ্রেফতার করল।তাদের জিজ্ঞাসাবাদ করে রাতে হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্সের একটি ঘর থেকে ২৮টি টায়ার উদ্ধার হয়।বিক্রির উদ্দেশ্যে তারা ওই টায়ারগুলো সেখানে রেখেছিল। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
Leave a Comment