Breaking News

বিশ্ব পরিবেশ দিবসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সবুজের বার্তা: প্লাস্টিক দূষণ রোধে বৃক্ষরোপণ কর্মসূচি

Image
 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি : আজ, বৃহস্পতিবার, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে প্রকৃতির প্রতি আরও সজাগ করার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। এ বছরের থিম, "প্লাস্টিক দূষণের অবসান" (End Plastic Pollution), যা বর্তমান বিশ্বের অন্যতম জ্বলন্ত সমস্যা হিসেবে চিহ্নিত।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আজ, ৫ জুন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক দূষণের অবসান ঘটানোর বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ যৌথভাবে গ্রহণ করে ওয়েবকুপা (WBCUPA) শাখা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং টিএমসিপি (TMCP) ইউনিট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরকে আরও সমৃদ্ধ করতে এই দিনটিতে মোট ২০টি চারা গাছ রোপণ করা হয়। এই তাৎপর্যপূর্ণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বহু গুণী শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ সূচনা ও নেতৃত্ব দেন ওয়েবকুপা ইউনিট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ভাস্কর বিশ্বাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অমিতাভ মুখোপাধ্যায়, ভূগোল বিভাগের প্রধান প্রফেসর অরিন্দম বসাক, সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ-এর নির্দেশক ড. বিনায়ক সুনদাস, এবং আরও অনেক সম্মানিত শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রী।

কর্মসূচির শুভ সূচনা বক্তব্যে প্রফেসর বিশ্বাস পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য ভূমিকার উপর গভীর আলোকপাত করেন। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং সুস্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার গুরুত্ব বিশদে তুলে ধরেন। অন্যান্য বক্তারাও বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপদ এবং প্রকৃতি সংরক্ষণের অপরিহার্য প্রয়োজনীয়তা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। তাঁরা প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং মানবজীবন ও বাস্তুতন্ত্রের উপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলে অত্যন্ত আন্তরিকতা ও উদ্দীপনার সাথে চারা গাছ রোপণ করেন। তারা প্রত্যেকেই পরিবেশ সংরক্ষণের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এই উদ্যোগ কেবল পরিবেশের জন্য নয়, বরং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে এক সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশপ্রেমের গভীর বার্তা ছড়িয়ে দিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুধু একটি আনুষ্ঠানিকতা উদযাপন করেনি, বরং পরিবেশগত দায়িত্ব পালনে তাদের দৃঢ় অঙ্গীকারকে আরও একবার নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। এটি ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিন ওয়েবকুপা ইউনিট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ভাস্কর বিশ্বাস বলেন, "আজকের বিশ্ব উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, এই বাস্তবতা অনস্বীকার্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণই আজ এক অন্যতম অনিবার্য ভূমিকা পালন করছে। সুতরাং, প্রকৃতির সুরক্ষায় নতুন করে বৃক্ষরোপণ ছাড়া আমাদের হাতে অন্য কোনো পথ খোলা নেই। সেই পথেই হাঁটার চেষ্টা করেছি আমরা আজ। এই শুভ দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের একাংশের অংশগ্রহণে ফল-ফুল সহ মেহগনি, কৃষ্ণচূড়া ও নানান রকমের চারাগাছ রোপণ করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই চারাগাছগুলো সুদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে প্রাণবায়ু সঞ্চার করবে এবং সমগ্র প্রাঙ্গণকে আরও প্রাণবন্ত করে তুলবে।"

Share With:


Leave a Comment

  

Other related news