Breaking News

ইদে বৃষ্টি উত্তরবঙ্গে, আগামী দুই দিনে বাড়বে তাপমাত্রা

Image
 

আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বৃহস্পতিবার ১১ই এপ্রিল ইদের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদিকে দক্ষিণে কম সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মাঝে আজ ও কাল অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ড্রাই স্পেল চলবে।

 

ইদের দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এবং একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

 

শুক্রবার থেকে রাজ্যে সার্বিক ভাবে আবহাওয়ার উন্নতি হতে পারে। সেদিন থেকে পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা কম।

 

ইদের দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেদিন বৃষ্টিপাতের তালিকায় নেই কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা ঝড়ো বাতাস বইতে পারে।

 

শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা সার্বিক ভাবে কমবে রাজ্যে। আজ থেকে দক্ষিণবঙ্গ পরবর্তী ৪৮ ঘন্টা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।

Share With:


Leave a Comment

  

Other related news