Breaking News

জমি বিবাদের জেরে পরিবারের তিন জনকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ  প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে

Image
 

মালদা, ১২ সেপ্টেম্বর : মালদা জেলায় জমি নিয়ে জায়গা বিবাদের জেরে বাবা, ছেলে ও মেয়েকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠলো প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। তবে এক জন বর্তমানে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম উত্তম দাস(৫২), তার বাড়ি  কালিযাচক থানার মোথাবাড়ি বৈষ্বব পাড়া এলাকায়। আর অভিযুক্তরা হলেন সুব্রত দাস ও কিরন দাস। ইতিমধ্যে এবিষয়ে মোথাবাড়ি পুলিশ ফাড়িতে অভিযোগ জানানো হযেছে। (এনএ )

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured