Breaking News

ফের উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের ভাঙ্গন

Image
 

ইসলামপুর, ১২ সেপ্টম্বর : আজ গোয়ালপোখর ব্লকের ধরমপুর(২) গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল নাসির তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন তার হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য গোলাম রসুল।

পরবর্তীতে দলত্যাগী কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল নাসিরের দাবি তার সঙ্গে ওই অঞ্চলের সমস্ত কংগ্রেস সদস্য সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। তিনি জানান যে, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হবার জন্যই তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। 


বাইট....আব্দুল নাসির....দলত্যগী কংগ্রেস নেতা
গোলাম রসুল....জেলা পরিষদ সদস্য,তৃনমূল কংগ্রেস

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured