Breaking News

ফের বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

Image
 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) সম্পন্ন হলো এক বিরল ও জটিল অস্ত্রোপচার। চিকিৎসক দলের দক্ষতায় এক রোগীর শ্বাসনালীর গভীরে আটকে থাকা একটি বাঁশি সফলভাবে অপসারণ করা হয়েছে। বিহারের কিশনগঞ্জ জেলার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ইএনটি বিভাগে ভর্তি হন। তাঁর গলায় একটি বিদেশি বস্তু — অর্থাৎ বাঁশি — আটকে ছিল। কথা বললেই পরিবর্তিত কণ্ঠস্বরের সঙ্গে শিস দেওয়ার মতো শব্দ শোনা যাচ্ছিল, যা চিকিৎসকদেরও অবাক করে দেয়। চিকিৎসা পরীক্ষার পর সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, বাঁশিটি রোগীর বাম দিকের প্রধান ব্রঙ্কাসে (Left Main Bronchus) আটকে রয়েছে। অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক দল দ্রুত সিদ্ধান্ত নেন রিজিড ব্রঙ্কোস্কপি (Rigid Bronchoscopy) করার, যা সাধারণ অজ্ঞান অবস্থায় সম্পন্ন হয়। অস্ত্রোপচারের সময় দেখা যায়, বাঁশিটি ব্রঙ্কাসের প্রাচীরের সঙ্গে দৃঢ়ভাবে লেগে রয়েছে, ফলে অপসারণের কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বেশ কয়েকবার সচেতন ও সূক্ষ্ম প্রচেষ্টার পর অবশেষে বাঁশিটি সফলভাবে বের করা হয়। অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয় পর্যবেক্ষণ ও পরবর্তী চিকিৎসার জন্য।

এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করেন ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মহাতো। সহকারী চিকিৎসক দলের মধ্যে ছিলেন ডাঃ পার্থ প্রতিম সাহা, ডাঃ এস. কে. আজহারুদ্দিন, ডাঃ সন্দীপ মণ্ডল, ডাঃ অজিতাভ সরকার ও ডাঃ পাউলমি সাহা। অ্যানাস্থেশিয়া দলের নেতৃত্ব দেন ডাঃ সুশান্ত সরকার ও ডাঃ অভিষেক গাঙ্গুলি। অস্ত্রোপচারে সহায়তা করেন সিস্টার সুশমা ও টেকনিক্যাল স্টাফ রফিকুল। 

অস্ত্রোপচারের পর ডাঃ রাধেশ্যাম মহাতো বলেন, “এই সাফল্যের পেছনে রয়েছে পুরো দলের সমন্বিত প্রচেষ্টা, দ্রুত সিদ্ধান্ত এবং চিকিৎসকদের নিরলস পরিশ্রম। রোগী এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।”
 

Share With:


Leave a Comment

  

Other related news