শিক্ষার আলো ছড়াতে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের দ্বৈত উদ্যোগ, মূল্যায়ন পরীক্ষা, সঙ্গে গুরু সম্মাননা
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি
উত্তরবঙ্গ জুড়ে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক উদ্যোগের অঙ্গ হিসেবে, আগামী ২ নভেম্বর ও ৫ নভেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত “Diagnostic Test in Mathematics” — যা মূলত তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াড স্তরের মূল্যায়ন পরীক্ষা। বিগত তিন বছরের ধারাবাহিকতায় এই বছরও উত্তরবঙ্গের মোট ৪১টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মূল্যায়ন। এর মধ্যে শুধুমাত্র শিলিগুড়ি শিক্ষা জেলা ও সংলগ্ন এলাকায় ২০টি কেন্দ্র নির্ধারিত হয়েছে বিভিন্ন বাংলা ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে। এবারের পরীক্ষায় মোট ৬৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছেন। শুধু গণিত মূল্যায়নই নয়, শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ট্রাস্টের পক্ষ থেকে “শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা (Best Teachers Award)” ও “শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্মাননা (Best Principal Award)” প্রদান করা হবে। পাশাপাশি, সাতটি জেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়কে “জেলাস্তরের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় (District Wise Best Primary School)” সম্মানে ভূষিত করা হবে।
এছাড়াও, নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক স্বপনেন্দু নন্দী জানান, শ্রেষ্ঠ গুরু সম্মান ২০২৫ (Best Teacher Award 2025)-এর বিভাগ ও জেলা অনুসারে মনোনীত শিক্ষক-শিক্ষিকারা হলেন —
• বাংলা (Bengali): মালদা (Malda)
• ইংরেজি (English): আলিপুরদুয়ার (Alipurduar)
• পদার্থবিজ্ঞান (Physical Science): কোচবিহার (Coochbehar)
• জীববিজ্ঞান (Life Science): দক্ষিণ দিনাজপুর (South Dinajpur / Dakshin Dinajpur)
• গণিত (Mathematics): শিলিগুড়ি/দার্জিলিং (Siliguri/Darjeeling)
• ইতিহাস (History): জলপাইগুড়ি (Jalpaiguri)
• ভূগোল (Geography): উত্তর দিনাজপুর (North Dinajpur / Uttar Dinajpur)
এছাড়াও উত্তরবঙ্গের একজন বিদ্যালয়ের প্রধানকে “Best Principal Award” প্রদান করা হবে। মোট ১৫টি পুরস্কার প্রদান করা হবে এই বছরের অনুষ্ঠানে — যার মধ্যে রয়েছে সাতজন শ্রেষ্ঠ শিক্ষক, সাতটি শ্রেষ্ঠ বিদ্যালয় এবং একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।"
Leave a Comment