ঝড়ে ক্ষতিগ্রস্তদের অসুবিধার কথা শুনতে উত্তরবঙ্গ সফরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দশ জনের প্রতিনিধি দল...

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি ও জলপাইগুড়ির বেশ কিছু এলাকা। প্রাণহানির পাশাপাশি বহু মানুষ এখনও ঘর ছাড়া। ঘটনার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন সাহায্যের। শুধু তাই নয় কেন্দ্রের এমপি, বিধায়কেরাও দুর্যোগ গ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্বাচন বিধি লাগু হওয়ায় কোনও রাজনৈতিক দল সেইভাবে সরাসরি দুর্গতদের সাহায্যে এগোতে পারছে না। তবে বেসরকারিগত ভাবে অনেকেই তাদের হাতে সাহায্য তুলে দিচ্ছেন। তবে মাথার উপর যাতে পুনরায় ছাদ থাকে সেই ভাবনা নিয়ে দিল্লি দরবার হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দশজনের প্রতিনিধী দল।
রাজ্যসভার সাংসদ দোলা সেনের নেতৃত্বে এই দল নির্বাচন কমিশনের দারস্ত হয়েছিলেন। তবে মেলেনি অনুমতি। সেই কারণে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। শুক্রবার উত্তরবঙ্গ সফরে এই দশজনের টিম বাগডোগরা নেমে সোজা চলে যান ক্ষতিগ্রস্ত এলাকায়। কথা বলেন তাদের সাথে। তবে রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান, যে তারা আশাবাদী নির্বাচন কমিশন তাদের আবেদনে অবশ্যই সাড়া দেবে।
Leave a Comment