ধর্ষন করতে বাঁধা দেওয়ায় দাদুকে ধারালো অস্ত্র দিয়ে খুন

ইসলামপুর, ১২ সেপ্টম্বর : ইসলামপুরের করনদিঘী থানার গর্দানকাটা গ্রামে নাতনিকে ধর্ষন করতে বাঁধা দেওয়ায় দাদুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো এক যুবক। এছাড়া আহত এক শিশুসহ তিনজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
সূত্রের খবর যে, মৃত ব্যাক্তির নাম তাজিবুল হক। কিন্তু বর্তমানে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত এই যুবক। ইতিমধ্যে পরিবারের আহত তিনজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পলাতক দুস্কৃতী আলি শাহের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদীঘি থানার পুলিশ।
এছাড়া পরিবারসূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে করনদিঘী থানার বাসিন্দা আলি শাহ এলাকার তাজিবুল হকের বাড়ি গিয়ে তার নাতনিকে ধর্ষন করার চেষ্টা করে। আর সেই সময় নাতনির চিৎকারে ছুটে আসে দাদু তাজিবুল হক ও তার স্ত্রী সুন্দরী বিবি। এরপর আলি সাহা পালাতে গেলে তাকে আটকাতে চেষ্টা করে দাদু তাজিবুল হক ও দিদা সুন্দরী বিবি। আর তাতে বাধা পেয়ে আলি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোঁপাতে থাকে তাজিবুলকে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাজিবুলকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন স্ত্রী সুন্দরী বিবি ও এক শিশু। এরপর চিৎকারে ছুটে আসে গ্রামের মানুষজন। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষেরা করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সুন্দরী বিবির অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘীর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আলি শাহ। এই ঘটনায় অভিযুক্ত যুবক আলি শাহের বিরুদ্ধে করনদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট : মেহতাব হোসেন ( মৃতের আত্মীয়)
Leave a Comment