Breaking News

ফুলবাড়ীতে মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক শোরগোল

Image
 

নিউজ ডেস্ক, শিলিগুড়ি বার্তা :ফুলবাড়ীতে মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ল শনিবার রাতে। 
জানা গিয়েছে বাসনা সাহা নামে এক বয়স্ক মহিলা ফুলবাড়ীর আমায় দিঘির ইফতার পার্টির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে আসছিল। 
সেই সময় আচমকায় পিছন থেকে এক যুবক দৌড়ে এসে প্রায় লক্ষাধিক টাকা সোনার চান ছিনিয়ে পালিয়ে যায়। 
সেই সময় বয়স্ক মহিলা চিৎকার চেঁচামেচি করার পাশাপাশি দৌড়ে দুষ্কৃতির পিছু নিতে থাকে। কিন্তু সেই দুষ্কৃতী একটি মোটর বাইকে উঠে দ্রুত পালিয়ে যায়। 
এদিনের এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার আমায়দিঘি এলাকায়। 
এমন ঘটনার কথা শুনে এলাকাবাসিন্দারা ভিড় করতে থাকেন। পাশাপাশি খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। 
খবর পাওয়া মাত্র দ্রুত নিউ জলপাইগুড়ি থানার সাদার পোশাকের পুলিশ ছুটে আসে। 
তারা তদন্ত করতে থাকে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতীদেরকে ধরা যাবে। 
স্থানীয়রা জানান আগে শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় সোনার চান ছিনতাই এর খবর আমরা শুনতাম কিন্তু এবার ফুলবাড়ীতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। তারা চাইছেন অবিলম্বে পুলিশের টহল এলাকায় বাড়াও পাশাপাশি সোনার চান ছিনতাই যুক্ত অপরাধীদের ধরার চেষ্টা করুক পুলিশ। 
এদিকে অভিযোগকারী মহিলা বাসনা সাহা জানালেন আমি বাড়ির সামনে রাস্তা দিয়ে ঘরে আসলাম হঠাৎ পিছন থেকে শব্দ পেয়ে পিছনে তাকাতেই এক যুবক হঠাৎ আমার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় আমি চিৎকার করি দৌড়াদৌড়ি করে কিন্তু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পাশাপাশি ছিনতাই হওয়া সোনার চেনের লকেট খুলে রাস্তায় পড়ে যাওয়ায় পরে সেটি খুঁজে পাওয়া যায়। 
ঘটনার পর ভয় ভীত হয়ে পড়েন বাসনা সাহা তিনি ফুলবাড়ী স্বনির্ভর দলের অগ্রদূত সংঘের সদস্য। তাই শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীর আমায় দিঘির স্কুল মাঠে তৃণমূলের সংখ্যালঘু সেল এর ইফতার পার্টির আয়োজন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। সেখান থেকেই বাড়ি ফেরার পথেই এমন ঘটনার সম্মুখীন হন। 
তবে স্থানীয় বাসিন্দারা জানান বেশ কয়েকদিন ধরে ফুলবাড়ী এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ।

Share With:


Leave a Comment

  

Other related news