বেখেয়ালে পুকুরে জলে পড়ে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি

পূর্ব বর্ধমান, ১২ সেপ্টেম্বর : মঙ্গলবার রাতে পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামে জলে ডুবে মারা গেলেন একব্যক্তি। মৃতের নাম ভূতনাথ মাঝি(৫৩)।
পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিবার ও এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে যে, দীর্ঘদিন ধরে ভূতনাথ অসুস্থ ছিলেন। বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত ভূতনাথ লাঠি নিয়ে কোনোরকমে চলাফেরা করতেন। প্রতিদিন কার মতো এদিন বিকালে কাছেই পাঁচবেড়িয়া হাটতলায় যায়। এরপর সন্ধ্যার সময় ফিরবার সময় বেভুলে পুকুরে জলে পড়ে গিয়ে মারা যান বলে পরিবারসূত্রে জানা গেছে।
এরপর দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের লোকজন ও পাড়াপ্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করে দেন। পরবর্তীতে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর কাছেই পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর সকলে মিলে জল থেকে তুলে বাড়ি আনে। পরবর্তীতে ঘটনাস্থলে কাটোয়া থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ উপস্থিত হয়। এরপর তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে ভূতনাথ মাঝির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বর্তমান তাই পরিবারটি অবস্থা এখন দুঃস্থ। তবে আজ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।
প্রতিবেদনে রাহুল রায়।
Leave a Comment