সিকিমের মঙ্গন সাংকালাং-এ ব্রিজ ভেঙে যাওয়ায় লাচুং এবং চুংথাং-এ আটক ১৫০০ এরও বেশি পর্যটক

গত ২০২৩ সালের ৪ই অক্টোবর সিকিমের লোনাক হ্রদের জলে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায় মঙ্গনের সাংকালাং ব্রিজ। এরপরে এবছরেই সাংকালংএ তিস্তা নদীর ওপর পুনরায় নবনির্মিত নতুন সেতুটি তিস্তার জলস্ফিতিতে বৃহস্পতিবার বিকেলে ধসে পড়ে। সাংকালাং সেতুটি মঙ্গন, জংগু এবং চুংথাংয়ের সাথে গ্যাংটক একমাত্র যোগাযোগের পথ। সিকিম প্রশাসন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত জংগু, চুংথাং, লাচেন এবং লাচুং-সাংকালাং সেতু ভেঙে পড়ার কারণে বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে চুংথাং এবং লাচুংএ ১৫০০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছে। আটকা পড়া পর্যটকদের দূর্ঘটনা এড়াতে তাদের যে যেখানে আছে সেখানেই থাকতে বলা হয়েছে। পর্যটকদের যাতে কোনো অসুবিধায় সম্মুখিন না হতে হয় সেই কারণে স্থানীয় সূত্র মারফত বিভিন্ন জায়গায় খবর পাঠানো হয়েছে এবং সেদিকেও সিকিম সরকার সজাগ দৃষ্টি রেখে চলেছে। সিকিম প্রশাসন সূত্র মারফত জানা যায়, প্রশাসন এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কিন্তু ক্রমাগত বৃষ্টি ও নতুন করে ধসের কারণে রাস্তা মেরামতিতে বাধা হয়ে দাড়াচ্ছে। সিকিমের উত্তর জেলা জুড়ে মোবাইল নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগে অসুবিধায় পড়তে হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Leave a Comment