গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। জলস্তর বাড়ায় কালিম্পং-দার্জিলিংগামী রাস্তা বন্ধ

গত বছরের ৪ই অক্টোবর সেই ভয়ংকর স্মৃতি আবারও তাড়া করছে তিস্তা এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ংকর রূপ ধারণ করল তিস্তা নদী। সকাল থেকেই ফুল ক্ষেপে উঠেছে তিস্তা, আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায়। অন্যদিকে, তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার, মেল্লি, রম্বি, গেইলখোলা ও ২৯ মাইল সহ বিভিন্ন এলাকা।
স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। প্রসঙ্গত গত বছরই সেই ঘটনা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়ি-ঘর। এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ। তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে।
অন্যদিকে তিস্তা নদীর জলস্থল বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক।
Leave a Comment