Breaking News

ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ সিকিমের বিভিন্ন রাস্তা, মৃত ৩ নিখোঁজ ৫

Image
 

ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ সিকিমের বিভিন্ন রাস্তা, বিচ্ছিন্ন টেলিফোন যোগাযোগ। এখনও পর্যন্ত মৃত ৩, নিখোঁজ ৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। 

 

সিকিমের রীমিতখোলার কাছে ছে এবং সাংকালাং ব্রিজের কাছে ধসের কারণে গ্যাংটক থেকে মঙ্গন এবং মঙ্গণ থেকে জংগু যাবার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রংরাং এর কাছে ধসের কারণে গ্যাংটক এবং সিংটামের সড়ক যোগাযোগ ও সম্পূর্ণ ভাবে বন্ধ। মঙ্গনের পাকশেপ এ ৩টি বাড়ি ধসে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, নিখোজ ৫ জন। এনডিআরএফ, শিভিল ডিফেন্স ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। আমবিথাং, তারয়াং এবং জংগুতে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গন এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। মঙ্গনের আশপাশে অধিকাংশ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

 

সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের তিস্তা বাজার ও গেলখোলায় তিস্তার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বাড়ি। তিস্তা বাজারের রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে। বন্ধ হয়ে গেছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার সড়ক যোগাযোগ। তবে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০নং জাতীয় সড়ক এখনও খোলা রয়েছে। দুশ্চিন্তায় পর্যটকেরা।

Share With:


Leave a Comment

  

Other related news