চন্দ্রযান - ৪ অভিযানে সবুজ সঙ্কেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার

দিল্লী,২০ সেপ্টেম্বর: চন্দ্রযান - ৪ ভারতীয় মহাকাশ চর্চার এক বিশেষ দিন।চন্দ্রযান ৪ অভিযানে সবুজ সঙ্কেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার।চন্দ্রযান ১ ভারতকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছিল।প্রথমবার'ই সফল হয়েছিল সেই অভিযান।চন্দ্রযান ২ এর লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে অবতরণ এবং গবেষণা করা।একদম শেষ মুহূর্তে চাঁদের বুকে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ এর ল্যান্ডার প্রজ্ঞান।এরপর চন্দ্রযান ৩ ভারতকে সফল ভাবে পৌঁছে দেয় চন্দ্রপৃষ্টে।চন্দ্রযান ৪ সফল ভাবে অবতরণ হলে তার কাজ থাকবে গবেষণার জন্য চাঁদের বুক থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে।এটাই চন্দ্রযান ৪ এর লক্ষ্য।এর জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা।
চন্দ্রযান ৩ সফল হওয়ার পর চন্দ্র যান ৪ এর অভিযানে নামে ইসরো।এই অভিযানে চাদের কক্ষপথে ডকিং এবং আনডকিং নিরাপদে পৃথিবীতে ফিরে আসা ,চাঁদের পৃষ্ট থেকে নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ সহ ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তিগুলির বিকাশ এবং প্রদর্শনের উপর জোর দেওয়া হবে।গত কয়েক বছর ধরেই মহাকাশ অভিযানে নিজের অবস্থান মজবুত করে চলেছে ভারত।২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারত একটি নিজস্ব স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।এই সমস্ত উচ্চবিলাসী লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রযান ৪ অভিযান হচ্ছে।।
Leave a Comment