Breaking News

Cancellation of Maitree Express: ইদের জন্য ১৮ এক্সপ্রেস ট্রেন বাতিল! কবে কবে চলবে না বন্ধন ও মৈত্রী? রইল তালিকা

Image
 

ইদের জন্য বাংলাদেশে অনুরোধ জানিয়েছে। তাই আগামী কয়েকদিন কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকছে বলে ভারতীয় রেলের তরফে জানানো হল। মোট ১৮টি ট্রেন বাতিল থাকছে। কবে কবে বাতিল থাকবে, সেটার তালিকা রইল।

 

১৩১০৭ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ৭ এপ্রিলের (যাত্রা শুরুর তারিখ) ট্রেন বাতিল ছিল। সেই সঙ্গে আগামী ৯ এপ্রিল, আগামী ১২ এপ্রিল, আগামী ১৪ এপ্রিল এবং আগামী ১৬ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে।

 

১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: বাংলাদেশ রেলওয়ের অনুরোধে তিনদিন বাতিল করে দেওয়া হয়েছে ১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। ১০ এপ্রিল, ১৩ এপ্রিল এবং আগামী ১৭ এপ্রিল ঢাকা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

 

১৩১০৮ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস: কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস পাঁচদিন বাতিল করা হয়েছে। কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ৮ এপ্রিল, ১০ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৫ এপ্রিল এবং ১৭ এপ্রিল ছাড়ার কথা ছিল, সেগুলি বাতিল থাকছে। ওই দিনগুলো ট্রেন ১৩১০৮ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস চলবে না।

 

১৩১০৯ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস: ৯ এপ্রিল, ১২ এপ্রিল এবং ১৬ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, ১১ এপ্রিল বন্ধন এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকছে। অর্থাৎ একাধিক দিন মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হলেও শুধুমাত্র একটা দিন বাতিল থাকছে কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।

Share With:


Leave a Comment

  

Other related news