Breaking News

পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে যুবককে খুনের চেষ্টা!

Image
 

কাজ করে বাড়ি ফেরার পথে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় এলাকায়।

 

জানা গেছে, ছুড়িকা হত ওই যুবকের নাম সামিউল শেখ। বাড়ি ইংলিশবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। রথবাড়ি এলাকায় একটি গ্যারেজের দোকানে কাজ করতো সে। প্রতিদিনের মতো গতকাল রাতে আনুমানিক ১১টা নাগাদ কাজ করে বাড়ি ফিরছিল ওই যুবক। অভিযোগ ঠিক সেই সময় কয়েকজন এসে তার পথ আটকে তার পেটে এলোপাথাড়ি ছুরি মারে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। পরে স্থানীয়রা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।

 

আজ অর্থাৎ শুক্রবার ওই যুবকের অস্ত্র প্রচার করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে কে বা কারা তাকে ছুরি মেরে খুনের চেষ্টা করেছিল তা এখনও জানা যায়নি। কি কারনে এই হামলা তাও জানা যায়নি। এদিকে রথবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।

Share With:


Leave a Comment

  

Other related news