Breaking News

মালদায় আদিবাসী সংগঠনের রেল অবরোধ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Image
 

মালদা: আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার ভারত বনধের প্রভাব পড়ল মালদহে। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। এই মর্মে পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আপ-ডাউন দুটি রেল লাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেল লাইনের উপর বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ বাহিনী। এদিকে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন।

Share With:


Leave a Comment

  

Other related news