Breaking News

মালদায় শুরু হল বাম-কংগ্রেস এর দেওয়াল লিখন...

Image
 

বাম-কংগ্রেস ঐক্য জিন্দাবাদ স্লোগান তুলে শুক্রবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখনের ছবি নজরে এলো পুরাতন মালদহে। পুরাতন মালদার সদরঘাট এলাকায় দুই দলের নেতাকর্মীদের নিয়ে নিজহাতে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ভূপেন্দ্রনাথ হালদার।

 

এদিন তিনি উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন করে তার সমর্থনে ভোট প্রার্থনা করেন। এদিনের এই দেওয়াল লিখনে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন, পুরাতন মালদার কংগ্রেস নেতা শিবনাথ সুকুল, ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা।

Share With:


Leave a Comment

  

Other related news