Harishchandrapur Robbery News: ২৪ ঘন্টার মধ্যে ফের ছিনতাই! আতঙ্ক মালদা শহর জুড়ে, পুলিশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন...

‘একজনের মাথায় হেলমেট, বাকি দু'জনের মুখে রুমাল বাঁধা, সামনে এসে দাঁড়াল তিনজন।’ এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে হল সর্বস্ব লুঠ। চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুল চক এলাকার একটি ফাঁকা জায়গায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বিঝোট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে বলে অভিযোগ। ২.৫ ভোরি সোনা, ৩০ ভোরি চাঁদি এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Leave a Comment