আগুনে পুড়ে ছাই হলো তিনটি পরিবারের সর্বস্ব

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় তিনটি পরিবারের সর্বস্ব। সোমবার রাত ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের নথি, আসবাবপত্র, ধান ও চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল, নগদ অর্থ পুড়ে ছাই হয় যায় বলে সূত্রে খবর।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলশিহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন। গ্রামবাসী ও দমকল বাহিনীর যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
Leave a Comment