Breaking News

আজ থেকে শুরু হলো গুপ্ত নবরাত্রি... কি এই গুপ্ত নবরাত্রি?

Image
 

৯ই ফেব্রুয়ারি শুক্রবার মৌনি অমাবস্যা পালিত হবার পর, আজ ১০ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হলো গুপ্ত নবরাত্রি...

 

টানা নয় রাত্রি ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয়। ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গুপ্ত নবরাত্রি। বছরে চারবার নবরাত্রি পালিত হয়ে থাকে। তার মধ্যে দুটি প্রকাশ্য এবং দুটি গুপ্ত। চৈত্র নবরাত্রি ও শারদীয়া নবরাত্রি হল প্রকাশ্য নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে বাঙালিরা বাসন্তী পুজো করে থাকে এবং শারদীয়া নবরাত্রিতে পালিত হয় শারদীয়া দুর্গা পুজো। এছাড়া মাঘ ও আষাঢ় মাসে পালিত হয় গুপ্ত নবরাত্রি।

 

এই সময় মূলত তন্ত্রসাধকরা দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করে থাকেন, সাধারণ নবরাত্রি-তে মায়ের আরাধনা সাত্ত্বিক ও তান্ত্রিক আধ্যাত্মিক যারা জড়িত উপাসনা করে। তবে গুপ্ত নবরাত্রিতে বেশিরভাগ তান্ত্রিকের দ্বারা আর আধ্যাত্মিক জগত যারা থাকে তারা উপাসনা করে। গোপনীয় ক্ষমতা অর্জনের জন্য মায়ের ১০টি রূপকে মহাবিদ্যার জন্য আরাধনা করেন।

Share With:


Leave a Comment

  

Other related news